Black Order
by James Rollins
কোপেনহ্যাগেনের এক বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড চারটি মহাদেশে তুলকালাম বাধিয়ে দিল। ইচ্ছেকৃতভাবে লাগানো এই অগ্নিকাণ্ড এবং অগ্নিকাণ্ডের সময় খুনোখুনি হওয়ায় ঘটনা হয়ে উঠল আরও জটিল ও রহস্যময়। রহস্যের আগুনে ঘি ঢেলে দিল আরেকটি ঘটনা। অগ্নিকাণ্ডের সময় চার্লস ডারউনের সেই বিখ্যাত বাইবেলটি চুরি হয়ে গেছে! কমাণ্ডার গ্রে পিয়ার্স ডুব দিল রহস্যের সমুদ্রে। এই ঘটনা তাকে পৌঁছে দিল সূদুর অতীতে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের নাৎসি জার্মানিদের যুগে... ওদিকে পোল্যাণ্ডের এক ল্যাবরেটরিতে চলছে ভয়াবহ সব এক্সপেরিমেণ্ট! নেপাল। বুদ্ধ সন্ন্যাসীদের মঠে ঘটে গেল এক ভয়াবহ প্রলয়। হঠাৎ মানুষখেকো হয়ে উঠলেন কয়েকজন সন্ন্যাসী! আমেরিকান ডাক্তার লিসা কামিংস এই নৃশংস ঘটনার তদন্তে নেমে আচমকা এক খুনে পিশাচের ওয়াণ্টেড লিস্টে চলে এলেন। লিসার পক্ষে দাঁড়ানোর জন্য মাত্র একজনই আছে- পেইণ্টার ক্রো, সিগমা ফোর্সের ডিরেক্টর। কিন্তু তিনি এক মরণব্যধিতে আক্রান্ত হয়ে পড়েছেন। এবার গ্রে পিয়ার্সের মিশন হলো... সিগমা ফোর্সের হয়ে তাদের দু’জনকে রক্ষা করা। শুধু তাই নয়, সেইসাথে তাকে একশ’ বছরের পুরোনো এক ভয়াবহ বিপদকে প্রতিহত করতে হবে। একটু বেচাল হলে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর বর্তমান অবস্থা ও পুরো মানব সভ্যতার ইতিবৃত্ত! --------------------------------- আপনি যদি স্মার্ট, বিনোদনধর্মী অ্যাভেঞ্চার থ্রিলারের ভক্ত হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য। কী নেই এতে? বিজ্ঞান, ইতিহাস, দুর্দান্ত সব লোকেশান, শক্তিশালী চরিত্র আর সুন্দর বিস্ময়কর এক কাহিনি - এনপিআর এতে আছে ক্লাইভ কাসলার আর রবার্ট লুডলামের জমপেশ থ্রিল সাথে ড্যান ব্রাউনের ছোঁয়া- পাবলিশার্স উইকলি যদি তুফানগতির হাই-কনসেপ্ট থ্রিলার পছন্দ করেন তাহলে এই বইটা আপনার জন্য- বুকলিস্ট
Release Date:
December 26, 2006